Logo

 ইংরেজি শেখার সহজ উপায়!

ইংরেজি শেখা এবং কথাবলার জন্য আমাদের সহজ উপায়টি জানতে হবে। তা নাহলে ইংরেজি শিখতে খুবই কষ্টকর মনে হবে।

Logo

ইংরেজি শেখার সহজ উপায় কোনটি?

1. ইংরেজি গ্রামারের মাধ্যম দিয়ে।
2. স্পোকেন ইংলিশের মাধ্যম দিয়ে।

আপনাদের জানা অনুযায়ী সঠিক কোনটা আমার জানা নেই।

আমার অভিজ্ঞতা অনুযায়ী ইংরেজি শেখা শুরু করতে  হলে, স্পোকেন ইংলিশ অথবা ছোট ছোট বাক্যগুলি দিয়ে শুরু করাটাই সঠিক হবে।

English By Sk Saddam

আমরা যখন ছোট ছোট বাক্য গুলি শিখে ইংরেজিতে ভালো ভাবে কথা বলতে শিখে যাবো।
তখন আমাদের ইংরেজি গ্রামার শিখতে কষ্টকর মনে হবে না। তাহলে দেরি করবো কেন, আজ থেকেই শুরু করবো ইংরেজি শেখা।

ইংরেজি শেখার জন্য ছোট ছোট কয়েকটি Sentences যেগুলি আমার প্রত্যেকদিন ব্যবহার করে থাকি। এই বাক্য গুলিকে মনে রাখবেন এবং ব্যবহার করার চেষ্টা করবেন। না হলে সব ভূলে খেয়ে নেবেন!

English By Sk Saddam

English By Sk Saddam

1. Who did not Come - কে/কারা আসেনি ?
(Not - না)
(come - আসা)

2. Who dose not like to eat - খেতে কে না ভালোবাসে ?
(Who - কে)
(like - পছন্দ করা)
(to eat - খেতে)

Thanks for Watching !

আরো পড়তে নিচে দেওয়া বোতামটিতে ক্লিক করুন।

Click Here
UA-203693672-1