ফজর নামাজ কয় রাকাত

ফজর  নামাজ চার রাকাত
১.দুই-রাক'আত  সুন্নত।২.দুই-রাক'আত  ফরজ।

ফরজরের দুই-রাক'আত সুন্নত নামাজের নিয়ত

নাওয়াইতু আন উসালিয়া-লিল্লাহি তা’আলা রাকা’আতাই সালাতিল ফাজরে সুন্নাতু রাছুলিল্লাহি তা’আলা মুতাওয়াজ্জিহান ইলাজিহাতিল কাবাতিশ শারীফাতি আল্লাহু আকবার।

ফরজরের দুই-রাক'আত ফরজ নামাজের নিয়ত

নাওয়াইতু আন উসালিয়া-লিল্লাহি  তা’আলা রাকা’আতাই সালাতিল ফাজরে ফারযুল্লাহি তা’আলা মুতাওয়াজ্জিহান ইলাজিহাতিল কাবাতিশ শারীফাতি আল্লাহু আকবার।

উচ্চারণঃ হুয়াল হাইয়্যুল কাইয়্যুম।
অর্থঃ তিনি চির জীবত ও চিরস্থায়ী।
বিঃদ্রঃ- ফজর নামাজের শেষে ১০০ বার পাঠ করার তাসাবীহ্‌।

ফজর নামাজের তাসবিহ

ফজরে নামাজের সময়-সূচী ফজরঃ-

পাখি ডাকা ভোরে কিছুটা আঁধার থাকতেই অর্থাৎ সকালের আভা ছড়িয়ে পড়ার আগেই এই নামাজ আদায় করে নেয়া ভাল। সূর্যোদয়ের সময় নামাজ পড়া নিষেধ।